নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.) : চিনে ইজরায়েলি দূতাবাসের এক কর্মকর্তার ওপর হামলার পর ভারতে ইজরায়েলি দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সূত্রের খবর, ইজরায়েলি মিশন, কূটনীতিক এবং দূতাবাসের কর্মীদের নিরাপত্তা বাড়িয়েছে ভারত। এছাড়াও, নিরাপত্তা সংস্থাগুলি ভারতে বসবাসরত ই্জরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সতর্কতা জারি করেছে। মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ এবং গোয়ার মতো রাজ্যগুলিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোকেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
উল্লেখ্য, চিনের রাজধানী বেইজিংয়ে একজন ইজরায়েলি কূটনীতিককে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। ইজরায়েলে হামলাকারী হামাস গোষ্ঠী সারা বিশ্বের মুসলমানদের কাছে সংহতির আবেদন করেছিল। বেইজিংয়ে ইজরায়েলি কূটনীতিকের ওপর হামলার বিষয়ে ইসরায়েলের বিদেশমন্ত্রকও বিবৃতি দিয়েছে। হাসপাতালে ভর্তি কূটনীতিকের অবস্থা স্থিতিশীল। হামলার পেছনের কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

