অভিষেকের আপ্ত সহায়ককে তলব, ইডির বিরুদ্ধে হাই কোর্টে মামলা

কলকাতা, ১৩ অক্টোবর, (হি.স.): শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারীদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। এবার তাঁকে তলব করল ইডি। সমন পাঠিয়ে তলব করা হয়েছে বলে খবর।

তবে এই তলবের বিরোধিতায় তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ শুনানি হোক, ইডির আইনজীবীকে এমনই সুপারিশ করেছেন বিচারপতি।

গত সপ্তাহে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। চলতি সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেকের স্ত্রী রুজির বন্দ্যোপাধ্যায়ও। এবার তলবের মুখে পড়লেন তাঁর আপ্ত সহায়ক।

ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ও লিপস অ্যান্ড বাউন্ডসের তদন্ত করতে গিয়ে সুমিতের নাম উঠে এসেছে। সেই কারণে সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। তদন্ত করতে গিয়ে একাধিকবার তাঁর নাম উঠে এসেছে বলেই এই তলব।

অন্যদিকে ইডি-র পাঠানো সমনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেকের পিএ। হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে সোমবার বেলা ১২টা। এই নিয়ে কলকাতা হাইকোর্টের কী পর্যবেক্ষণ, সেদিকেই নজর থাকবে সকলের। এর আগে কয়লা পাচারকাণ্ডে একাধিকবার সুমিতকে তলব করেছিল ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *