যোধপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

যোধপুর, ১২ অক্টোবর (হি. স.) : রাজস্থানের ভোপালগড় এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহী যুবকের। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পরই পলাতক চালক । পুলিশ মামলা দায়ের করে বাসটি বাজেয়াপ্ত করেছে। ।

জানা গেছে, ভোপালগড়ের বাসিন্দা ভানওয়ারলাল মালি ও তার ভাই রামনারায়ণ বাইক নিয়ে ভোপালগড় বাসস্ট্যান্ড থেকে বাড়ি যাচ্ছিলেন। তখন একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় ভানওয়ারলাল মালি । গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ বাসচালক পিন্টু জাটের খোঁজে তল্লাশি শুরু করেছে। এদিন ময়নাতদন্তের শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।