শদিয়া (অসম), ১২ অক্টোবর (হি.স.) : বুধবার রাত প্ৰায় ৯:৩৫ মিনিট নাগাদ বিহারের রঘুনাথপুরে আনন্দবিহার-কামাখ্যা নৰ্থ-ইস্ট এক্সপ্ৰেস দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে উজান অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত শদিয়া-কন্যা ঊষা ভাণ্ডারি (৩৩) ও তাঁর শিশুসন্তান আট বছরের মেয়ে আকৃতি ভাণ্ডারির। এদিকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি নিহতদের আত্মার চিরশান্তি প্রার্থনা করে তাঁদের পরিবারবর্গের প্রতি সংবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শদিয়ায় ঊষাদেবীর মৃতৃগৃহে তাঁর ছোট বোনের কাছে জানা গেছে, আজ সকাল প্রায় ছয়টা নাগাদ নিহতদের তালিকায় দিদি ঊষা ভাণ্ডারি ও তাঁর মেয়ে আকৃতির মৃত্যুসংবাদ পেয়ে পরিবার ও গোটা এলাকা শোকে ভেঙে পড়েছে। দুর্ঘটনার খবর তাঁরা গতকাল রাত প্রায় ১০টা নাগাদ শুনেছেন। খবর শোনার পর থেকে তাঁরা বেজায় উদ্বিগ্ন ছিলেন। কেননা, ওই ট্রেনে একই পরিবারের চার সদস্য ঊষাদেবী ও তাঁর ছোট ভাই দীপক ভাণ্ডারি এবং দুই মেয়ে আদিতি ও আকৃতি ছিল। তিনি জানান, তাঁর দিদি ঊষার বিয়ে হয়েছে নেপালে। সেই সুবাদে তাঁরা নেপালে স্বামীগৃহে থাকতেন। স্বামী কর্মসূত্রে থাকেন দিল্লি। সম্প্রতি ঊষা ভাণ্ডারি তাঁর মেয়েকে নিয়ে নিউ জলপাইগুড়ি হয়ে দিল্লি গিয়েছিলেন।
বোন জানান, দিল্লি থেকে নিউ জলপাইগুড়ি হয়ে নেপালে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনার আগে দিদি ঊষা ভাণ্ডারির সঙ্গে মোবাইল ফোনে তাঁদের কথা হয়েছে। কিন্তু এর পর আর কথা হয়নি। দুর্ঘটনার খবর পাওয়ার পর বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু মোবাইল সুইচঅফ পাওয়া গিয়েছিল।
এদিকে অন্য সূত্রের খবর, ইতিমধ্যে বিহার থেকে নিহতদের মরদেহ অসমে তাঁর পিতৃগৃহে নিয়ে আসার ব্যবস্থা চলছে।

