নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১২ অক্টোবর: ফের যান দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কৈলাশহর স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায়। বর্তমানে উনকোটি জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছেন ওই বাইক আরোহী। প্রাপ্ত সংবাদে জানা যায় যে খাওরাবিল এলাকার বাসিন্দা দিলীপ নমঃ, তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি। বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাশহর স্টেট ব্যাংকের সামনে দিলীপ নমঃ উনার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। যার ফলে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। পাশপাশি উনার মাথার পেছন দিকে গুরুতরভাবে আঘাত লেগেছে। মুহূর্তেই রক্তে ভেসে যায় পুরো রাস্তা। স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভিড় জমায়। খবর পাঠানো হয় কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্তলে ছুটে যায় কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা গিয়ে গুরুতর আহত অবস্থায় দিলীপ নমঃকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। স্থানীয়দের দাবী ওই এলাকায় কোনো ট্রাফিক কর্মী থাকেন না যানবাহন নিয়ন্ত্রন করার জন্য। যার ফলে ওই এলাকায় দুর্ঘটনা প্রায়ই ঘটে চলে। ট্রাফিক দপ্তরের তরফে ওই এলাকা নিয়ন্ত্রনে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
2023-10-12

