বক্সারে ট্রেন দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা নীতীশের, বিহারের মুখ্যমন্ত্রী বললেন আমরা সবাইকে সাহায্য করব

পাটনা, ১২ অক্টোবর (হি.স.): বিহারের বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে দিল্লি থেকে কামাক্ষ্যাগামী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। ভয়াবহ ট্রেন এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে নিহত ও আহতদের পরিবারপিছু আর্থিক সাহায্যের ঘোষণা করেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

নীতীশ কুমার বৃহস্পতিবার সকালে ঘোষণা করেছেন, নর্থ-ইস্ট এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিজনকে ৪ লক্ষ টাকা করে দিয়ে আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ। নীতীশ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “আমরা দুর্ঘটনার খবর পাওয়ার পরই মানুষজন কাজ শুরু করে দিয়েছিল। ৪ জনের মৃত্যু হয়েছে। আমরা সবাইকে সাহায্য করব।”