নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): আচমকাই দিল্লি মেট্রোয় সফর করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সাধারণ মানুষের কাছে মেট্রোর গুরুত্ব কতটা, তাও তুলে ধরলেন তিনি। মেট্রোয় সফর করার সময় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, “সাধারণ মানুষের জন্য মেট্রো পরিষেবা অপরিহার্য।”
নবম জি-২০ সংসদীয় স্পিকার্স সামিটে যোগ দিতে বৃহস্পতিবার সকালে মেট্রো যাত্রাকেই বেছে নেন লোকসভার স্পিকার ওম বিড়লা। মেট্রোতে চড়ে দিল্লির দ্বারকায় যশোভূমি কনভেনশন সেন্টারে পৌঁছন তিনি। স্পিকার ওম বিড়লা বলেছেন, “মেট্রোয় ভ্রমণ নিরাপদ এবং দ্রুত, সাধারণ মানুষের জন্য মেট্রো পরিষেবা অপরিহার্য। কিছু যাত্রী মেট্রোতেই নিজেদের রুটিন আপ-ডাউন করেন।”

