কামাক্ষ্যাগামী ট্রেন লাইনচ্যুত বিহারের বক্সারে; মৃত ৪, আহত অন্ততপক্ষে ৭০ জন যাত্রী

বক্সার, ১২ অক্টোবর (হি.স.): বিহারের বক্সার জেলায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল দিল্লি থেকে কামাক্ষ্যাগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস। বুধবার রাতে বক্সার জেলার রঘুনাথপুরে লাইনচ্যুত হয়ে যায় ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের ২১টি বগি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়, পরে জানা যায় মোট ২১টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জন যাত্রীর, এছাড়াও কমপক্ষে ৭০ জন যাত্রী আহত হয়েছেন। বক্সারের ডুমরাওয়ের মহকুমাশাসক কুমার পঙ্কজ বলেন, “রাত দেড়টা পর্যন্ত ৪ জন মারা গিয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। আহত বহু।” ২৩টি কামরা বিশিষ্ট ১২৫০৬ নর্থ-ইস্ট এক্সপ্রেস ট্রেনটি বুধবার সকাল ৭.৪০ মিনিট নাগাদ দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা হয়েছিল। রাত ৯.৫৩ মিনিট নাগাদ ট্রেনটি বক্সার জেলার রঘুনাথপুরে লাইনচ্যুত হয়ে যায়। বৃহস্পতিবার সকালে সূর্যের আলো ফুটতেই দেখা যায়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রেনের কামরা। ভোররাত দু’টো নাগাদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স মাধ্যমে জানান, উদ্ধারকাজ শেষ। সব বগি খতিয়ে দেখা হয়েছে। যাত্রীদের শীঘ্রই একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে। ভোররাত আড়াইটে নাগাদ রেল দুর্ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন রেলমন্ত্রী। তিনি লেখেন, “অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বার করব।” বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় মন্ত্রী এবং বক্সারের সাংসদ অশ্বিনী কুমার চৌবে বলেছেন, “এটি একটি দুঃখজনক ঘটনা। ৪ জন মারা গিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি রেলমন্ত্রী, ডিএম, এনডিআরএফ, এসডিআরএফ, চিফ সেক্রেটারি এবং ডিজিপিকে বুধবার রাতে ঘটনাটি সম্পর্কে অবহিত করেছি।” তিনি আরও বলেছেন, “এটি একটি ভয়ঙ্কর দৃশ্য। উদ্ধার অভিযানে সহায়তার জন্য আমি স্থানীয় জনগণকে ধন্যবাদ জানাই… হাজার হাজার মানুষ নিজেদের সমস্ত কাজ ছেড়ে এখানে সাহায্য করতে এসেছেন… খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রেল মন্ত্রক থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমস্ত দফতরকে জানিয়েছি।” এই দুর্ঘটনার উপর নজর রাখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। নিজের এক্স (পূর্বতর টুইটারে) হ্যান্ডলে তিনি লিখেছেন, “আনন্দ বিহার থেকে কামাখ্যাগামী ১২৫০৬ নর্থ-ইস্ট এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চালাচ্ছি।”

দুর্ঘটনার পরেই হেল্পলাইন চালু করা হয়েছে রেলের তরফ থেকে— পটনা হেল্পলাইন- ৯৭৭১৪৪৯৯৭১ দানাপুর হেল্পলাইন- ৮৯০৫৬৯৭৪৯৩ কম কন্ট্রোল- ৭৭৫৯০৭০০০৪ আরা হেল্পলাইন- ৮৩০৬১৮২৫৪২ লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেসের সম্পর্কে আরও কোনও খবর পেতে দানাপুর কন্ট্রোল রুমের এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করা যেতে পারে-
০৬১১৫-২৩২৪৯০
০৬১১৫-২৩২৪৯২
০৬১১৫-২৩২৪৯৬
০৬১১৫-২৩২৪৯৮