পূর্ব এবং পশ্চিম মহিলা থানা পরিদর্শনে ঝর্ণা দেববর্মা

আগরতলা, ১২ অক্টোবর: পশ্চিম ও পূর্ব মহিলা থানায় বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে পরিদর্শনে গিয়েছেন নবনিযুক্ত মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা।

এদিন নবনিযুক্ত মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা বলেন, আসন্ন দূর্গোৎসবকে সামনে রেখে মহিলাদের সুরক্ষার জন্য মহিলা থানায় কি ধরণের ব্যবস্হাপনা গ্রহণ করা হয়েছে তা খতিয়ে দেখতেই মূলত আজকের পরিদর্শন।

এদিন তিনি আপামর জনগণকের কাছে দূর্গোপুজায় নারীদের সুরক্ষা নিশ্চিতের মধ্য দিয়ে আনন্দ উপভোগ করার জন্য আবেদন জানিয়েছেন।