দিল্লির পীরাগঢ়ি মেট্রো স্টেশনের কাছে জুতোর ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির শঙ্কা

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): দিল্লির পীরাগঢ়ি মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আগুন লাগল একটি জুতোর ফ্যাক্টরিতে। বৃহস্পতিবার ভোরে দিল্লির উদ্যোগ নগরের পীরাগঢ়ি এলাকায় অবস্থিত জুতোর ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ৩৩টি ইঞ্জিন।

জুতোর ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে ফ্যাক্টরির ভিতরে থাকা সমস্ত কিছু। ভোর চারটে নাগাদ আগুন লাগার বিষয়ে খবর পায় দমকল। তারপরই পৌঁছে যায় দমকলের মোট ৩০টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও আয়ত্তে আসেনি। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।