আমেরিকা ইজরায়েলের পাশে আছে, মার্কিন মুলুক দৃঢ়ভাবে সন্ত্রাসের বিরুদ্ধে : অ্যান্টনি ব্লিঙ্কেন

মেরিল্যান্ড, ১২ অক্টোবর (হি.স.): “আমেরিকা ইজরায়েলের পাশে আছে, আমরা দৃঢ়ভাবে সন্ত্রাসের বিরুদ্ধে।” বললেন আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। ইজরায়েলের ভূখণ্ডে হামাস জঙ্গি গোষ্ঠীর হামলা প্রসঙ্গে, আমেরিকার মেরিল্যান্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, “আমরা ইজরায়েলি পুরুষ, মহিলা এবং শিশুদের প্রতি হামাসের অবর্ণনীয় কাজ দেখেছি। প্রতিদিন আমরা আরও জানছি এবং এটি হৃদয়বিদারক।”

ইজরায়েলের উদ্দেশ্যে প্রস্থানের আগে বৃহস্পতিবার অ্যান্টনি ব্লিঙ্কেন আরও বলেছেন, “আমি যখন ইজরায়েলে থাকব, তখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু, রাষ্ট্রপতি হারজোগের সঙ্গে দেখা করার সুযোগ পাব আমি। ইজরায়েলের অনুরোধ করা উল্লেখযোগ্য সামরিক সহায়তা শীঘ্র পৌঁছে যাবে। ইজরায়েলের বিরুদ্ধে আর কোনও আগ্রাসনের কথা ভাবছে এমন কাউকে নিবৃত্ত করার জন্য, আমাদের অভিপ্রায় স্পষ্ট করতে প্রেসিডেন্ট বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপকে এই অঞ্চলে মোতায়েন করেছেন।”