আগরতলা, ১২ অক্টোবর: বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। কৈলাশহর স্টেট ব্যাংক সংলগ্ন এলাকার স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর পাঠিয়েছেন।দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন।
জানা গেছে, আজ দুপুর বেলা কৈলাশহর স্টেট ব্যাংকের সামনে বাইক দূঘটনার কবলে পড়ে দিলীপ নম: নামে এক ব্যক্তি। পেশায় তিনি একজন কাঠ মিস্ত্রি। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরেন বলে জানা যায়। তাতে গুরুতর ভাবে আহত হয়েছেন তিনি। পাশপাশি তাঁর মাথার পেছন দিকে গুরুতর ভাবে আঘাত লাগে। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্হানীয় মানুষ। তাঁরা সাথে সাথে খবর পাঠিয়েছে কৈলাশহর দমকলবাহিনীকে। তারা গুরুতর আহত দিলীপ নমকে ঘটনাস্হল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে দিলীপ নম মৃতুর সাথে পাঞ্জা লড়ছে জেলা হাসপাতালে।