সিউড়ি, ১২ অক্টোবর (হি.স.) : বীরভূমের সিউড়িতে একটি বাড়ি লাগোয়া ঝোপ ঝাড় পরিস্কারের সময় উদ্ধার হল বোমা। বৃহস্পতিবার সকালে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ির ১১ নম্বর ওয়ার্ডের চাঁদনী পাড়া এলাকায়।
এদিন ওই বোমা উদ্ধার হওয়ার পর এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশই এসে একটি তাজা বোমা উদ্ধার করে। তবে পুলিশের বোমা উদ্ধারের ঘটনা নিয়েও উঠেছে প্রশ্ন। মগে করে বোমার উপর জল ঢালতে শুরু করেন এক পুলিশকর্মী। তারপর সেটি হাতে করে তুলে একটি জলের বালতিতে ভরে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সিআইডি বা বোমস্কোয়াডকেও খবর দেওয়া হয়নি। এদিন এই বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই ব্যাপারে সিউড়ির প্রাক্তন কাউন্সিলের এবং অধুনা কাউন্সিলরের স্বামীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এলাকায় দুর্বৃত্তদের আনাগোণা বাড়ছে, বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।