কলকাতা, ১১ অক্টোবর (হি.স.) : প্রতিবারের মত এবারেও মহালয়ার আগেই পুজো উদ্বোধনে নামছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।বৃহস্পতিবার বিকেল থেকে পুজো উদ্বোধন শুরু করবেন।
বিকেল ৪টেয় কালীঘাটের বাড়ি থেকে, ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করবেন। আপাতত শ্রীভূমি, হাতিবাগান, টালা প্রত্যয়, আহিরীটোলা সহ কাল কলকাতার ৬টি
পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতা ছাড়াও ২২টি জেলায় হাজারের বেশি পুজো উদ্বোধন করবেন। পায়ে আঘাত লাগার কারণে মুখ্যমন্ত্রীকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
পায়ে চোট লাগায় এই মুহূর্তে ঘরবন্দি মুখ্যমন্ত্রী। তাঁকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যতটা সম্ভব হাঁটাচলা বন্ধ রাখতে বলা হয়েছে। এর ফলে প্যান্ডেলে গিয়ে পুজো উদ্বোধন আর করা সম্ভব হচ্ছে না মুখ্যমন্ত্রীর পক্ষে। তাই বাড়ি থেকেই, ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে মন্ত্রিসভার বৈঠকও করবেন।
বরাবরই মহালয়া থেকে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন পুজো প্যান্ডেলে সশরীরে হাজির হন। এমনকি দেবী প্রতিমার চোখও আঁকেন নিজেই। কিন্তু শারীরিক অসুস্থতার জেরে এবার সেই রীতি থেকে বিরত থাকলেন তিনি। বরং এবার বাড়ি থেকেই শহর কলকাতা এবং জেলার পুজোগুলির উদ্বোধন করবেন তিনি।