Breaking : ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি হচ্ছেন বিশ্বজিৎ পালিত এবং সব্যসাচী দত্ত পুরকায়স্থ

আগরতলা, ১১ অক্টোবর: ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি হচ্ছেন বিশ্বজিৎ পালিত এবং সব্যসাচী দত্ত পুরকায়স্থ। সুপ্রিম কোর্টের কলিজিয়াম তাঁদের নিযুক্তিতে সুপারিশ করেছে। 

বিশ্বজিৎ পালিত বর্তমানে ত্রিপুরা সরকারের আইন সচিব পদে দায়িত্ব পালন করছেন। এদিকে সব্যসাচী দত্ত পুরকায়স্থ বর্তমানে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অধিকর্তা পদে কর্মরত রয়েছেন। এখন ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং সহ রয়েছেন বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি অরিন্দম লোধ।