চন্ডীগড়, ১১ অক্টোবর (হি.স.) : ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী শাহিদ লতিফ পাকিস্তানে নিহত হয়েছে। ২০১৬ সালের পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড জইশ-ই-মহম্মদ সন্ত্রাসী শাহিদ লাতিফকে শিয়ালকোটের একটি মসজিদে “তিনজন অজ্ঞাত বন্দুকবাজ” গুলি করে হত্যা করেছে। ২০১০ সালে ইউপিএ সরকার ২৫ জন সন্ত্রাসীকে ভালো ব্যবহার করার জন্য মুক্তি দিয়েছিল। তাদের মধ্যে একজন ছিল এই শাহিদ। উল্লেখ্য, ২০১৬ সালের ২ জানুয়ারি পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। সেই হামলায় ৭ জন বায়ুসেনা কর্মী প্রাণ হারান।
2023-10-11

