নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১১ অক্টোবর: রেল দপ্তরের উদ্যোগে কুমারঘাট স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান সংঘটিত করা হয়েছে বুধবার দুপুরে। বাড়ি ছাড়া ১৮টি পরিবার। সরকার ইতিমধ্যে কুমারঘাট রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দিয়েছে। সেই অনুসারে বুধবার দুপুরে রেল দপ্তরের আধিকারিকদের উদ্যোগে কুমারঘাট স্টেশনের আশেপাশের বাড়িঘর পুলিশ ও টিএসআর বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু করে। রেল দপ্তরের আধিকারিকদের এই উচ্ছেদ অভিযানে দীর্ঘ অনেক বছর ধরে ওই এলাকায় বসবাস করা মোট ১৮ টি পরিবারের বাড়িঘর ড্রজারের মাধ্যমে ভেঙ্গে তাদের গুড়িয়ে করা হয়েছে। এর মধ্যে সেখানে অবস্থিত সিপিআইএম কুমারঘাট মহকুমা অফিসও এদিন ভেঙ্গে দেওয়া হয়েছে। এদিনের এই অভিযানের গোটা বিষয়গুলি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রেল আধিকারিকরা জানিয়েছেন কুমারঘাট রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়ায় রেল স্টেশনকে আধুনিকীকরন করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। যার ফলে বুধবারের এই উচ্ছেদ অভিযান সংঘটিত হয়েছে।