যুবসমাজ শান্তি, সমৃদ্ধি ও শৃঙ্খলা অনুসরণ করলে দেশ আরও সমৃদ্ধ হবে : রাষ্ট্রপতি

শ্রীনগর, ১১ অক্টোবর (হি. .) : যুবসমাজ যখন “শান্তি, সমৃদ্ধি ও শৃঙ্খলার” পথ অনুসরণ করবে, তখন দেশ স্বয়ংক্রিয়ভাবে সমৃদ্ধ ও আরও অগ্রসর হবে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বুধবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সেবা করে এই বিশ্ববিদ্যালয়ের গৌরব এনেছেন।” রাষ্ট্রপতির কথায়, দেশ আরও সমৃদ্ধ হবে, যখন আরও বেশি সংখ্যক তরুণ প্রজন্ম শান্তি ও সমৃদ্ধি অনুসরণ করবে।

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমি এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমাবর্তনে গিয়েছি, কিন্তু এখানকার শিক্ষার্থীদের বলতে চাই এই ক্যাম্পাসটি অনেক সুন্দর। কাশ্মীর বিশ্ববিদ্যালয় অতীতে হজরতবালের আশীর্বাদ পেয়েছিল এবং তেমনই থাকবে।” রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছেন, “কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি সমাজসেবাতেও অংশ নিচ্ছে, আমি তেমনটা দেখতে চাই, যাতে সমাজে একটি পরিবর্তন ঘটে।”

এই সমাবর্তন অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানটি অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই বিশ্ববিদ্যালয়টি ‘অমৃত কাল’-এর যাত্রা শুরু করেছে। দু’দিনের সফরে বুধবার সকালেই শ্রীনগরে পৌঁছন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে স্বাগত জানান উপ-রাজ্যপাল মনোজ সিনহা। গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয় রাষ্ট্রপতিকে।