‘বিতর্কিত’ রায় দেওয়া মণিপুরের বিচারপতি এবার কলকাতা হাই কোর্টে

কলকাতা, ১১ অক্টোবর, (হি.স.) : মণিপুর হাই কোর্টের ‘বিতর্কিত’ বিচারপতি এম ভি মুরলীধরনকে বদলি করা হল কলকাতা হাই কোর্টে। বুধবার বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিচারপতি মুরলীধরনের রায় ঘিরেই উত্তর পূর্বের রাজ্যে অশান্তির আগুন ছড়িয়েছিল বলে অভিযোগ। পরবর্তী সময় তাঁর রায়ের সমালোচনা করে সুপ্রিম কোর্ট।

সূত্রের খবর, এম ভি মুরলীধরন চেয়েছিলেন তাঁকে মাদ্রাজ হাই কোর্টে বদলি করা হোক। কিন্তু তাঁর আর্জি শুনল না কলেজিয়াম। বদলি করা হল কলকাতা হাই কোর্টে। অন্যদিকে দিল্লি হাই কোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুলকে বদলি করা হয়েছে মণিপুর হাই কোর্টে।

অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। মণিপুরে আদিম জনগোষ্ঠীর মধ্যে লড়াই নতুন কিছু নয়। কয়েকশো বছর ধরে তা চলছে। তবে এবার তা ভিন্ন মাত্রা ধারণ করেছে। বিশ্লেষকদের অনেকেই বলছেন, মণিপুরে সংখ্যাগুরু মেতেইরা তফসিলি উপজাতির তকমা দাবি করে বারুদের স্তূপে আগুন দিয়েছে।

গত এপ্রিল মাসে রাজ্য সরকারকে মেতেইদের দাবি খতিয়ে দেখার নির্দেশ দেয় হাই কোর্টের বিচারপতি এম ভি মুরলীধরণ। এর ফলে, কুকি-ঝাোমি ও টাংখুল নাগাদের মতো রাজ্যের সংখ্যালঘু আদিবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। এর পরই অশান্তির আগুন ছড়ায় উত্তর পূর্বের রাজ্যে।

পরে বিচারপতির রায়ের সমালোচনা করে সুপ্রিম কোর্ট। বলা হয়, রায়ে তথ্যগত ভুল ছিল। এবার মণিপুর আদালতের সেই বিচারপতি বদলি হয়ে এলেন কলকাতা হাই কোর্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *