কংগ্রেসের শক্ত ঘাঁটি থেকে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী শিবরাজ

ফতেহাবাদ, ১১ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশে নির্বাচনী দিন ঘোষণার পর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রচার অভিযান শুরু করেছেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধবার সন্ধ্যায় ভোপালের উত্তর বিধানসভা থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন। এই বিধানসভা কেন্দ্র কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত।

মুখ্যমন্ত্রী চৌহান বর্তমানে তিন দিনের উত্তরাখণ্ড সফরে রয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী সাধনা সিং এবং দুই ছেলে কার্তিকেয় ও কুণাল। চৌহান সাধুদের থেকে আশীর্বাদ নেন। এরপর তিনি গঙ্গার তীরে নির্জনে ধ্যান করেন। বুধবার সকালে তিনি ঋষিকেশে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মধ্যপ্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি, যার কোনও বিকল্প নেই। ভারতীয় জনতা পার্টির কোটি কোটি কর্মী মধ্যপ্রদেশের মানুষের সেবায় নিয়োজিত। মুখ্যমন্ত্রী চৌহান বুধবার সন্ধ্যায় ভোপাল পৌঁছোবেন। তারপর সেখানে নির্বাচনী সভা থেকে প্রচার শুরু করবেন। নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার পর এটিই হবে মুখ্যমন্ত্রী শিবরাজের প্রথম জনসভা। বুধবার বিকেল ৫টা নাগাদ তিনি ভোপালের উত্তর বিধানসভা টিলা জামালপুরায় এক জনসভায় ভাষণ দেবেন। এই আসন শুরু থেকেই কংগ্রেসের ছিল। ১৯৯৩ সালে মাত্র একবার এখান থেকে বিজেপি জিতেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *