লখনউ, ১১ অক্টোবর (হি.স.) : সমাজবাদীদের ‘নীরব’ করার চেষ্টা করছে বিজেপি নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার। যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে অখিলেশ বলেছেন, “তাঁরা (বিজেপি নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার) পুলিশকে ব্যবহার করে আমাদের থামানোর চেষ্টা করছে। তারা ‘সমাজবাদী’দের চুপ করানোর চেষ্টা করছে যারা দেশের জন্য কিছু করতে চায়।”
এদিন লখনউতে জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক কেন্দ্রে প্রবেশের চেষ্টা করার সময় দেওয়ালে উঠে পড়েন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কর্মকর্তারা কেন্দ্রে নির্মাণ কাজের উদ্ধৃতি দিয়ে দলীয় কর্মীদের অনুমতি দিতে অস্বীকার করেছিলেন। এরপরই যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান অখিলেশ যাদব।