নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ অক্টোবর: ভাঙ্গা রাস্তা সংস্কারের দাবিতে পানিসাগর ধর্মনগর প্রধান সড়কের দেওছড়া মন্ডপ পাড়া এলাকায় রাস্তা অবরোধ করে স্থানীয়রা। ঘটনার বিবরনে জানা যায় ,মঙ্গলবার রাতে ধর্মনগর মহকুমার দেওছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় এক যুবক ।স্থানীয়দের দাবি রাস্তার ভগ্নদশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তাই তারা বাধ্য হয়ে এই সড়ক অবরোধে নেমেছে আজ।
৫৭ যুবরাজনগর এলাকার প্রাক্তন বিধায়ক মলিনা দেবনাথ পরাজিত হওয়ার পর তেমনভাবে উনি উনার বিধানসভা কেন্দ্রে আর খোঁজ খবর রাখেন না এবং কাজকর্ম করেন না। তাই রাস্তাগুলো ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়ে যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন বহুবার এলাকার রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্নস্তরের দপ্তরের কর্মকর্তাদের জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি। বাধ্য হয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে রাস্তা অবরোধে নামতে হয়েছে। আজ এই রাস্তা অবরোধের ফলে রাস্তার দুপাশে ছোট-বড় গাড়ির লম্বা লাইন লেগে যায় ।একটা সময় অফিসের সময় হওয়ার কারণে ভোগান্তির শিকার হতে হয় পথ চলতি জনসাধারণের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ ।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় গ্রামের প্রধান অসিম নাথ। তিনি কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। আশ্বাস দেন কিছুদিনের মধ্যে সেই রাস্তাগুলো সংস্কার হবে। এই আশ্বাসমূলে রাস্তা অবরোধ তুলেন অবরোধকারীরা।
2023-10-11