নয়াদিল্লি, ৯ অক্টোবর : পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই পাঁচ রাজ্য হল রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং মিজ়োরাম। দিল্লির নির্বাচন সদনে সাংবাঠিক সন্মেলনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘন্ট ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মধ্যপ্রদেশে এক দফায় ভোট হবে ১৭ নভেম্বর। রাজস্থানের সব ক’টি বিধানসভায় ২৩ নভেম্বর এক দফাতেই ভোট হবে। তেলঙ্গানায় ভোট হবে ৩০ নভেম্বর। মিজ়োরামেও এক দফায় ভোটগ্রহণ হবে ৭ নভেম্বর। শুধু ছত্তীসগঢ়-এ দুই দফায় ভোট নেওয়া হবে। ৭ ও ১৭ নভেম্বর ওই রাজ্যে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। সব রাজ্যের ভোটের ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর। প্রসঙ্গত, রাজ্যগুলির মধ্যে মিজ়োরাম বিধানসভার মেয়াদ শেষ হবে ১৭ ডিসেম্বর। বাকি রাজ্যগুলিতে বিধানসভার মেয়াদ শেষ হবে জানুয়ারিতে।
2023-10-09

