গ্যাংটক, ৯ অক্টোবর (হি.স.) : সিকিমে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। এখনও খোঁজ নেই কমপক্ষে ১০৫ জনের। সোমবার সকালে সিকিম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য দিয়েছে। গত বুধবারের মেঘভাঙা বৃষ্টি এবং লোনাক হ্রদ উপচে বন্যায় বিপর্যস্ত সিকিমে এখনও শুধুই ধ্বংসের ছবি আর হাহাকার। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। সোমবার সকাল দশটা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা দফতর জানিয়েছে, সেনা কর্মী-সহ শতাধিক মানুষ নিখোঁজ, সংখ্যাটা ১০৫।
ঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিসে ৮৫ হাজার ৮৭০ জনের বেশি মানুষ প্রভাবিত হয়েছেন। ১,৭১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪টি সেতু তলিয়ে গিয়েছে। অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। এদিকে, এখনও বহু পর্যটক সিকিমের মাঙ্গান জেলার লাচেন এবং লাচুং-এ আটকে পড়েছেন। ভারতীয় বিমান বাহিনী এমআই-১৭ হেলিকপ্টার দ্বারা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর জন্য একাধিক প্রচেষ্টা চালাচ্ছে।

