কাবুল, ৯ অক্টোবর (হি.স.): আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৫-এ পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলেছে ত্রাণ ও উদ্ধারের কাজ। ভেঙে পড়া ঘর-বাড়ির নিচে আরও বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। বহু বাড়ি ধূলিসাৎ হয়ে মাটিতে মিশে গিয়েছে। গত দুই দশকের মধ্যে আফগানিস্তানে হওয়া এটি সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পগুলির মধ্যে একটি।
ভূমিকম্পের তীব্রতায় কমপক্ষে ৪৬৫টি বাড়ি ভেঙে পড়েছে এবং ১৩৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত বলে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে। গত শনিবার আফগানিস্তানের পশ্চিমে হেরাত শহরের ৩৫ কিলোমিটার (২০ মাইল) উত্তর-পশ্চিমে আঘাত হানে ভূমিকম্প, যার মাত্রা ছিল ৬.৩। জোরালো তীব্রতার ভূমিকম্পে বহু বাড়িতে মাটিতে মিশে যায়, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন অসংখ্য মানুষ।

