দেওভ্যালি প্রাইজমানি ফুটবলে নেতাজি ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।। চ্যাম্পিয়ন নেতাজী ক্রীড়া সংঘ। শেষ হাঁসি হাসলেন নেতাজী ক্রীড়া সংঘ। বিজয়ের উল্লাসে মাতুয়ার নেতাজী ক্রীড়া সংঘ। আনন্দমার্গ স্কুলকে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা দখল করে নেতাজী ক্রীড়া সংঘ। দীর্ঘ এক মাস খেলা চলার পর রবিবার সাঙ্গ হল দেও ভ্যালী নক আউট ফুটবল টুর্নামেন্ট । বিগত কয়েক দিন ধরে লাগাতর বৃষ্টির পর এদিন ছিল বৃষ্টিহীন।এই ফাইনাল ম্যাচ শুরু হয় আড়াইটায় । কিন্তু মাঠে দর্শকের সমাগম ঘটে দুপুর একটা থেকে। মাঠের চারিদিকে হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড়।তিল ধারণের জায়গা নেই।দর্শক সামাল দিতে টুর্নামেন্ট কমিটি সহ পুলিশ প্রশাসন হিমশিম খেতে হয়েছে । জাতীয় স্তরের খেলোয়াড় এদিন মাঠে খেলেছেন ।  খেলার প্রথমার্ধের ছিল গোল শূন্য । উভয় দলের খেলোয়াড় একাধিকবার গোল দেওয়ার চেষ্টা করলেও কোনদিকে গোল হয়নি । দ্বিতীয়ার্ধে খেলার ২০ মিনিট পর্যন্ত ছিল হাড্ডাহাড্ডি লড়াই । এর পর আনন্দমার্গ দলের খেলোয়াড়দের মধ্যে একটা ছন্নছাড়া ভাব।এই ছন্দপতন হীনতার সুযোগে শেষ ১৫ মিনিটের মধ্যে নেতাজী ক্রীড়া সংঘ পর পর দুটি গোল করে । কিন্তু নেতাজী ক্রীড়া সংঘের রক্ষণ ভাগ ভেঙে আনন্দমার্গ দলের খেলোয়াড় ভিতরে প্রবেশ করতে পারেনি । যে কয়েকটি সুযোগ পেয়েছিল লক্ষভ্রষ্ট শট করার ফলে শূন্য হাতে মাঠ থেকে বিদায় নিতে হয়েছে। খেলার শেষে চ্যাম্পিয়ন নেতাজী ক্রীড়া সংঘ কে ২ লক্ষ টাকার চেক ও  ট্রপি এবং রানার আপ আনন্দমার্গ স্কুল কে ১ লক্ষ ৫ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং সংসদ রেবতী ত্রিপুরা । খেলার মাঠে মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রী এবং সংসদ ঘোষণা দিয়েছেন কাঞ্চনপুর একটি খেলার মাঠ উপহার দেবেন।এই ঘোষণা শোনে উপস্থিত দর্শক আপ্লুত।