১০ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : ১০ ফুট ওজনের কিং কোবরা উদ্ধার।  সাপটিকে উদ্ধারের ঘটনায় নির্দিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, রাজনগর ব্লকের অধীন গাবতলী ইন্দ্রনগর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় শনিবার সন্ধ্যা রাতে পুলিশ,বিএসএফ এবং বন দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় উদ্ধার করে ১০ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা। দীর্ঘ প্রায় ৪ ঘন্টারও বেশি সময় লাগে এই সাপটিকে উদ্ধার করতে। এই সাপ উদ্ধারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দপ্তরের কর্মীদের জানিয়েছেন এই কিং কোবরা সাপটির ওজন প্রায় ১৫ কেজির উপর হবে। বন দপ্তরের কর্মীরা আরো জানায় এই কিং কোবরা সাপটিকে  তৃষ্ণা অভয়ারণ্য নিয়ে ছাড়া হবে। তবে কোথা থেকে এই বসতি এলাকায় এই সাপটি এলো তা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাবাসীর সন্দেহ আরো এমন বিষাক্ত সাপ এই এলাকায় থাকতে পারে। ফলে একপ্রকার আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মনে।