গুয়াহাটি, ৭ অক্টোবর (হি.স.) : গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরে মহিলা সহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৮৭.৪ গ্রাম হেরোইন। মাদক কারবারে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিনোদ মেধি, মার্শাল সুটিং, রাজ থাপা, বিকি লিংডো, জনবক এবং সাহারা বেগম বলে শনাক্ত করেছে পুলিশ। ধৃদের সোনাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, নির্ভরযোগ্য এক খবরের ভিত্তিতে আজ শনিবার সকালে গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরের আমতলাবস্তিতে মাদক-বিরোধী অভিযান চালিয়েছিল এসটিএফ-এর দল। এসটিএফ-এর অফিসার কপিল পাঠকের নেতৃত্বে আমতলাবস্তির একটি চা ও পানের দোকানে অভিযান চালিয়ে হেরোইন ভরতি ৩০টি এবং ৯-টি খালি কন্টেইনার বাজেয়াপ্ত করা হয়। ৩০টি কনটেইনার থেকে ৮৭.৪ গ্ৰাম হেরোইন সহ পাঁচটি মোবাইল ফোনের হ্যান্টসেট এবং নগদ ৪,৭০০ টাকা বাজেয়াপ্ত করেছেন এসটিএফ-এর অভিযানকারীরা।

