বোসের সঙ্গে বৈঠক, দার্জিলিংয়ে রওনা দিয়েছেন কল্যাণ-মহুয়া-প্রদীপ

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): শনিবার দার্জিলিংয়ে তৃণমূল ও রাজ্যপালের বৈঠক। তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করতে সময় দিয়েছেন বোস।

দার্জিলিংয়ের পথে এদিন রওনা দিয়েছেন দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। বিকাল ৫.৩০টায় সময় দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

দিল্লির কৃষি ভবন থেকে ফিরে আসার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবন অভিযানের ডাক দেন। সেইমতো রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন শাসকদলের প্রতিনিধিরা।

রাজ্যপালের সঙ্গে দেখা করার প্রসঙ্গে এ দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দমদম বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “আমরা তিনজন দার্জিলিংয়ে যাচ্ছি কিন্তু প্রধান প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনে যাবে । ওই প্রতিনিধি দলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও থাকবে, সাংসদরা থাকবে এবং মন্ত্রীরা থাকবে । যেহেতু রাজ্যপাল ইচ্ছা প্রকাশ করছে দার্জিলিংয়ে দেখা করবেন তাই ওঁনাকে সম্মান জানানোর জন্য আমরা তিনজন সেখানে যাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *