নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল পশ্চিম দিল্লির কামরুদ্দিন নগরে অবস্থিত একটি প্লাস্টিকের গোডাউনে। শুক্রবার রাত গভীর রাতে ওই গোডাউনে আগুন, রাত ১২.৪৪ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল।
দিল্লি দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত ১২.৪৪ মিনিট নাগাদ রানহৌলা এলাকায় আগুন লাগার বিষয়ে খবর পাওয়া যায়। দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়। শনিবার ভোররাত তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে জানিয়েছে দমকল।