ধর্মনগর,৭ অক্টোবর : ধর্মনগরের জেল রোডের হোটেল উৎসবে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফার্মা সাথী দাম এবং অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে । এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের হেলথ সার্ভিসের অধিকর্তা ডঃ সুপ্রিয় মল্লিক এবং ডেপুটি ড্রাগস কন্ট্রোলার শ্রীমতি কে সিনহা। তাছাড়া উত্তর জেলার ধর্মনগর কাঞ্চনপুর ড্রাগস এন্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের ৩৬৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
রাজ্য হেলথ সার্ভিসের অধিকর্তা ডঃ সুপ্রিয় মল্লিক বলেন, মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে স্লোগান তাকে সামনে রেখে রাজ্য হেলথ সার্ভিস কাজ করে চলেছে। উত্তর জেলার কাঞ্চনপুরে রিয়াঙ শরণার্থী শিবির গুলোতে ইদানিং দেহ ব্যবসার কিছু খবর স্বাস্থ্য দপ্তরের কাছে রয়েছে। যেগুলির এইচআইভি অত্যধিকভাবে উত্তর জেলাতে বৃদ্ধি পাচ্ছে। নেশা জাতীয় দ্রব্য ব্যবহার এবং দেহ ব্যবসার ফলে যেভাবে এইচআইভি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে।
তার জন্য সবাইকে এগিয়ে এসে প্রতিহত করার জন্য আহ্বান জানিয়েছেন। রাজ্যের হাসপাতাল গুলি সম্পর্কে বলতে গিয়ে তিনি তুলে ধরেন অপারেশন থিয়েটার এবং ব্লাড ব্যাংক যদি চাঙ্গা থাকে তাহলে বলতে হবে স্বাস্থ্যপরিসেবার উন্নতি ঘটছে। তাছাড়া প্রতিটি হাসপাতালে কেমন করে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা যায় তার উপরও সরকারের দৃষ্টি রয়েছে।
উত্তর জেলা হাসপাতাল ধর্মনগরে অতিসত্বর ট্রমা সেন্টারের উদ্বোধন হবে বলে তিনি জানান। ফার্মা সাথী দাম যে অ্যাপটি উন্মোচন করেছে তার মাধ্যমে সাধারণ মানুষ কেমন করে কম দামে প্রয়োজনীয় ওষুধপত্র ক্রয় করতে পারবে তার সচেতনতার জন্য এই অ্যাপটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পাশাপাশি উত্তর জেলার বিভিন্ন ওষুধের দোকানে এই অ্যাপের স্টিকার লাগিয়ে মানুষের সচেতনতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।