তেহরি গাড়োয়াল, ৭ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার উত্তরাখণ্ডের তেহরি জেলার নরেন্দ্র নগরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের ২৪-তম সভায় সভাপতিত্ব করছেন। বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও উপস্থিত ছিলেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তেহরির নরেন্দ্রনগরে ২৪-তম সেন্ট্রাল জোনাল কাউন্সিলের সভার উদ্বোধনে স্বাগত জানিয়েছেন। পরে, অমিত শাহ দেহরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে (এফআরআই) অনুষ্ঠিত ৪৯-তম অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেসেও অংশ নেবেন। ৫-জি যুগে পুলিশিং, মাদকদ্রব্য, অভ্যন্তরীণ নিরাপত্তা, সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ এবং কমিউনিটি পুলিশিং-এর উপর জোর দেবে এই সম্মেলন। পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যুরোর তত্ত্বাবধানে এটি আয়োজন করা হচ্ছে।

