আগরতলা, ৬ অক্টোবর : পরকীয়ার কারণে প্রতিনিয়ত স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে স্বামী। এমনটা অভিযোগ করেন স্ত্রী সুমনা আক্তার তার স্বামী সাব্বির আহমেদ এর বিরুদ্ধে যাত্রাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে চার বছর আগে সোনামুড়া থানা দিন কলম ক্ষেত মুড়াপাড়া দেলোয়ার হোসেনের মেয়ে, সুমনা আক্তার প্রেম করে বিয়ে করেন যাত্রাপুর থানাধীন জাহাঙ্গীর হোসেনের ছেলে সাব্বির আহমেদের সঙ্গে। দীর্ঘ বছর উপরে স্বামী-স্ত্রীর মধ্যে কোন সমস্যা দেখা যায় নি। এর মধ্যে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। কিন্তু গত ২ মাস ধরে সাব্বির আহমেদ বিলোনিয়ার এক মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। আর এরপর থেকে স্বামী সাব্বির আহমেদ তার স্ত্রী সুমনা আক্তার উপর কখনো শারীরিক আবার কখনো মানসিক ভাবে অত্যাচার শুরু করে। কিন্তু গতকাল রাত্রে স্বামী সাব্বির আহমেদ তার স্ত্রী সুমনা আক্তার উপর প্রচন্ড মারধর করে। স্বামীর এত অত্যাচার সহ্য করেও, স্ত্রী সুমনা আক্তার তার বাপের বাড়ি সেই বিষয় জানায় নি। কিন্তু গতকাল রাত্রে সাব্বির আহমেদ সুমানা উপর যে, আক্রমণ করেছে স্ত্রী সুমনা আক্তার সহ্য না করতে পেরে তার বাবা এবং তার মাকে খবর দেয়। এই খবর পেয়ে সুমন আক্তারের বাবা দেলোয়ার হোসেন এবং তার মামা সুমনা আক্তারের স্বামীর রাঙামুড়া গিয়েছেন।
সেখানে গিয়ে দেখতে পেয়েছেন সুমনা আক্তার ঘরের ভিতরে আহত অবস্থা পরে রয়েছেন। যাত্রাপুর থানা পুলিশের সহযোগিতা সুমনা আক্তার কে সেখান থেকে উদ্ধার করে কলম ক্ষেত তাদের বাড়িতে নিয়ে আসে এবং , মেলাঘর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। বর্তমানে সুমনা আক্তার মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।