করিমগঞ্জের প্রসারপুরে হেরোইন সহ গ্রেফতার দুই

করিমগঞ্জ (অসম), ৬ অক্টোবর (হি.স.) : মাদক বিরোধী অভিযানে নেমে আবারও সাফল্য পেয়েছে করিমগঞ্জ পুলিশ । বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে দুই মাদক কারবারিকে । পাশাপাশি উদ্ধার করা হয়েছে গ্রেড ওয়ান হেরোইন ।

পুলিশ সূত্রে জানা গেছে, এক সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযানে নামে সদর পুলিশ। অভিযান চালানো হয় উত্তর করিমগঞ্জের ফকিরাবাজার সহ আকবরপুর এলাকায় । রাত আটটা নাগাদ পুলিশ সূত্রের খবরের ভিত্তিতে প্রসারপুর এলাকা থেকে সফত আহমেদের পুত্র জমির আহমেদকে আটক করে । এরপর জমিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ আরও তথ্য লাভ করলে অভিযান চালায় একই গ্রামের সাদ উদ্দিনের বাড়িতে এবং সেখান থেকে উদ্ধার হয় ৭ টি কন্টেইনার ভর্তি হেরোইন ।

সদর পুলিশের এক জনৈক আধিকারিক জানান, মাদক অভিযানে অভিযানে নেমে দুই মাদক কারবারিকে আটক করা হয় । এরপর ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয় । উদ্ধার হয় ১১.৭৪ গ্রাম হেরোইন ।

শুক্রবার ধৃত দুই মাদক কাইবারিকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *