বালুরঘাট, ৬ অক্টোবর(হি.স.) : মেঘভাঙা বৃষ্টি এবং দক্ষিণ লোনাক লেক উপচে বিপুল জলের স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে সিকিম। সিকিমের প্রাকৃতিক দুর্যোগের পর থেকে আর কোনও খোঁজ নেই সেখানে কাজে যাওয়া বালুরঘাটের ডাঙ্গা বিজয়শ্রী এলাকার সাত শ্রমিকের। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাতজনেরই ফোন বন্ধ। তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এনিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকেরা।
জানা গিয়েছে,গত শুক্রবারই সিকিমে কাজে গিয়েছিলেন বালুরঘাটের ডাঙ্গা বিজয়শ্রী এলাকার সাত শ্রমিক মৃদু পাল, সুধু পাল, দুলাল পাল, বেলাই পাল, সামরা পাল, তজু পাল ও নবীন পাল। ঠিকাদারের সঙ্গে কাজে গিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার রাতে সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর বুধবার বিকেল থেকে আর কোনও খোঁজ নেই ওই সাত নির্মাণ শ্রমিকের। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাতজনেরই ফোন বন্ধ। তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এনিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকেরা। তবে সিকিমে কাজে যাওয়া বালুরঘাট ব্লকের ভাটপাড়া, চিঙ্গিসপুরের আরও চার শ্রমিকের খোঁজ মিলেছে। জেলাজুড়ে প্রায় ২৫ জনের রিপোর্ট পাওয়া গিয়েছে। তাদের সঙ্গে প্রশাসনের তরফে যোগাযোগ করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিকিম। শুধুই ধ্বংসের ছবি। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। সিকিম প্রশাসন এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, সেনা কর্মী সহ নিখোঁজ শতাধিক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। যত দ্রুত সম্ভব ১০ নম্বর জাতীয় সড়ক মেরামতের কাজ চলছে। এদিকে, হড়পা বান এবং টানা বৃষ্টিতে সিকিমে আটকে পড়েছেন বহু পর্যটক। সেখানে প্রায় ৩ হাজার পর্যটক আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের অনেককে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে।