আগরতলা, ৬ অক্টোবর : মানুষের জীবন বাঁচানো মনুষ্যত্বের একটি বড় দিক। আজ রাজধানী আগরতলার রামনগরে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের রামনগর শাখা অফিসের উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্যশিবিরে একথা বলেনপর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
তাঁর কথায়, রক্তদান জীবন বাঁচায়। তাই যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদানে আমাদের সচেতনতা বাড়াতে হবে। কোনো মানুষের বিপদে তাঁর পাশে দাঁড়ানো ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একজন আদর্শ মানুষের পরিচয়৷ প্রতি মুহূর্তে একবিন্দু রক্তের জন্য জীবনযুদ্ধে পরাজিত হচ্ছে কতশত মানুষ, এটা আমাদের কোনোভাবেই কাম্য নয়৷
এদিন তিনি বলেন,ব্লাড ব্যাঙ্ক গুলিতে টাটকা রক্তের প্রয়োজনীয় চাহিদা মেটানো,আমাদের দায়িত্ব এবং নৈতিক কর্তব্যর মধ্যে পড়ে। মানবিক কার্যকলাপে অনুপ্রেরণা, উৎসাহ এবং উদ্যোগী হওয়া আমাদের মূল লক্ষ্য হতে হবে। এর ফলে আগামী দিনে মানুষের রক্তের জন্য দূর্ভোগ অনেক কম করা যাবে।

