আগরতলা, ৬ অক্টোবর : শুক্রবার দশ দফা দাবিতে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটি টিএফডিপিসি র ম্যানেজিং ডিরেক্টরের নিকট এক ডেপুটেশন প্রদান করেন।এদিন সার্কিট হাউস থেকে মিছিল করে তারা এই ডেপুটেশন প্রদান করেছে।
ত্রিপুরা বাবার শ্রমিক ইউনিয়নের দাবি গুলি হল,কর্মরত রাবার শ্রমিকদের ১২% হারে শারদ উৎসবের ১৫ দিন পূর্বে বোনাস প্রদান করা হোক , বর্তমান মূল্য সূচকের ভিত্তিতে রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা ,রাবার শিল্প সংকট থেকে শ্রমিক ও ক্ষুদ্র চাষীদের রক্ষায় কেন্দ্রীয় সরকার কে বিশেষ প্যাকেজ ঘোষণা দেওয়া , ইন্দো-আশিয়ান চুক্তি বাতিল ঘোষণা দেওয়া । রাজ্যের উৎপাদিত কাঁচা রাবারকে ব্যবহার করার জন্য রাজ্যের অভ্যন্তরে শিল্প কারখানা গড়ে তুলতে হবে, বাগানের গ্রেড পুনঃ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে শ্রমিকদের উপস্হিতিতে তা কার্যকর করতে হবে।
টিএফ ডি সি সি-র বাগানের বেআইনি দখল ও ধ্বংসের প্রচেষ্টা বন্ধে কার্যকরী উদ্যোগ নিতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টি এফ ডি পি সি-র রাবার উড ফ্যাক্টরীর কাজ দ্রুত শেষ করতে হবে। ক্ষুদ্র রাবার চাষীদের কাছ থেকে সহায়ক মূল্যে লেটেক্স রাবার ক্রমে সরকারকে ভূমিকা নিতে হবে।
তাছাড়া ,২০১৮ সাল থেকে বিভিন্ন রাবার বাগানে সন্ত্রাসজনিত কারণে ছাঁটাই শ্রমিকদের কাজে পুনর্বহাল ক্রমে বকেয়া অর্থ প্রদানে কার্যকরী ভূমিকা নিতে হবেটি এফ ডি পি সি তে কর্মরত শ্রমিকদের মধ্য থেকে সরকারি চাকুরিতে নিযোগে কার্যকরী উদ্যোগ নিতে হবে।