লখিমপুর (অসম), ৫ অক্টোবর (হি.স.) : লখিমপুরের গরিয়াজানে উদ্ধার হয়েছে নিখোঁজ যুবকের মৃতদেহ। উদ্ধারকৃত মৃতদেহটি তবিদ হুসেনের বলে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার থেকে নিখোঁজ ছিল তবিদ হুসেন। গতকাল বন্ধুর সঙ্গে কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল তবিদের। এর পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বহু জায়গায় খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন তবিদ হুসেনের অভিভাবকরা।
পরবর্তীতে পুলিশ তবিদের সন্ধানে অভিযান চালায়। এরই মধ্যে সন্দেহের বশে তবিদের খোঁজে এলাকার এক জলাশয়ে এসডিআরএফকে লাগানো হয়। এসডিআরএফ আজ তার মৃতদেহ ওই জলাশয় থেকে উদ্ধার করেছে। তবিদের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে লখিমপুর জেলা হাসপাতালে। পুলিশ ঘটনা সম্পর্কে এক মামলা রুজু করেছে।