কেজরিওয়াল যাদের সততার সার্টিফিকেট দিয়েছেন, তাঁরা সবাই এক বছর ধরে জেলে : অনুরাগ ঠাকুর

রায়পুর, ৫ অক্টোবর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। অনুরাগের কথায়, অরবিন্দ কেজরিওয়াল যাদের সততার সার্টিফিকেট দিয়েছেন, তাঁরা সবাই এক বছর ধরে জেলে রয়েছেন। বৃহস্পতিবার সকালে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে পৌঁছন অনুরাগ সিং ঠাকুর।

সেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে মানুষ হাসাহাসি করছে। তাঁর মুখে চিন্তার ছাপ দেখতে পাচ্ছেন মানুষ। উপ-মুখ্যমন্ত্রী জেলে, স্বাস্থ্যমন্ত্রী জেলে – তাঁরা এমন মানুষ যারা ‘ভারত এগেইনস্ট করাপশন’ স্লোগান তুলে সামনে এসেছিলেন, কিন্তু এখন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন…প্রধান চক্রী এখনও বাইরে। তাঁর নম্বরও আসবে। তদন্ত চলছে। অরবিন্দ কেজরিওয়াল যাদের সততার সার্টিফিকেট দিয়েছেন, তাঁরা সবাই এক বছরের জন্য জেলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *