মুখ্যমন্ত্রীর পর এবার মন্ত্রী সভার সদস্যদের সঙ্গে দেখা করলেন প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর : লোকসভা নির্বাচনের প্রাক্কালে সংগঠনকে শক্তিশালী করতে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে তিপ্রা মথা। জনজাতি অংশের মানুষের মনোবল চাঙ্গা করতেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে ধারনা।  প্রদ্যুৎ কিশোর দেববর্মণ সংগঠনকে শক্তিশালী করতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছেন ইতিমধ্যেই। জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ের প্রশ্নে আবারো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দ্বারস্থ হয়ে বিভিন্ন দাবি উত্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছেন। শীঘ্রই প্রদ্যুৎ কিশোর দেব বর্মন দিল্লি যাচ্ছেন। দিল্লি যাত্রার আগে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ত্রিপুরা সুশাসিত জেলা পরিষদ এলাকার জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবী জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি মহাকরণে বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন। গতকাল অর্থাৎ বুধবার রাতেই প্রদ্যুৎ  কিশোর রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও এসব বিষয় নিয়ে সাক্ষাত করেছেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জনজাতিদের দাবি নিয়ে যথেষ্ট ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
এদিকে,  আগামী ১৪ অক্টোবর এডিসির সদর দপ্তর খুমূলুঙ-এ জনসভার ডাক দিয়েছেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দের্ববমন। আজ মহাকরণে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের সাথে বৈঠক শেষে একথা জানালেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো। এদিন তিনি বলেন, এডিসি এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন ফান্ড নিয়ে আজ বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের সাথে আলোচনা করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ জানান, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন তাকে কংগ্রেস দলে যোগ দেওয়ার জন্য যে আহ্বান জানিয়েছেন সে সম্পর্কে এখনই তিনি কোন ধরনের মন্তব্য করতে নারাজ। কেননা তিনি এখন জনজাতিদের সংবিধানিক অধিকার আদায়ের আন্দোলন নিয়ে ব্যস্ত। তবে তিনি যে কংগ্রেসে যোগ দিচ্ছেন না তা পরোক্ষভাবে জানিয়ে দিয়েছেন। উপরন্তু তিনি বলেন যাদের জন্য তিনি কংগ্রেস দল ছেড়ে আসতে বাধ্য হয়েছিলেন তারাও এখন কংগ্রেসে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *