ছিনতাইয়ের তল্লাশিতে নেমে ৩ নেশা কারবারী আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর : টাকা ছিনতাইয়ের আসল রহস্য বের করল পুলিশ।  ৪ অক্টোবর রাধানগরের ভিআইপি রোড  সংলগ্ন এলাকায় দিন দুপুরে এটিএম থেকে টাকা তুলে যাওয়ার পথে টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছিল সংবাদমাধ্যমের সামনে। পুলিশ ঘটনায় তদন্ত নেমে  আসল রহস্য বের করল। এখন পুলিশের গারদে অভিযুক্ত সহ তার দুই বন্ধু। ঘটনার বিস্তারিত বিবরণে যারা গেছে নেশা কারবারকে কেন্দ্র করে তিন নেশা কারবারিদের মধ্যে মতভেদ দেখা দেয়। এর জের ধরেই টাকা ছিনতাই এর গল্প সাজানো হয়। রাজধানীর আগরতলা শহর এলাকায় প্রকাশ্য দিবালোকে টাকা ছিনতাই এর ঘটনার খবর পেয়ে পুলিশ যথারীতি তদন্তে নামে। তদন্তে নেমে অভিযোগকারীকে প্রথমেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের চাপের মুখে সে আসল রহস্য ফাঁস করে দেয়। তার স্বীকারোক্তি মূলে অপর দুই নেশা কারবারিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু নগদ টাকা এবং নেশা সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। উল্লেখ্য আগরতলা শহর ও শহরতলী এলাকায় নেশা কারবারীদের দৌরাত্ম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। নেশার কবলে পড়ে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে নেশা কারবারি ও নেশাখোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নেশার বিরোধী অভিযানে পুলিশকে সাহায্য করার জন্য সাধারণ জনগণের কাছেও আহ্বান জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *