আগরতলা, ৪ অক্টোবর: রাজ্য সরকারও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে বিশেষ গুরুত্ব দিয়েছে। আজ হোটেল পোলো টাওয়ারে ‘ত্রিপুরার শক্তি পরিবর্তন’ শীর্ষক কর্মশালায় একথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
এদিন রতনলাল নাথ বলেন, ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের একটি ছোট পাহাড়ী রাজ্য হলেও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে। রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে বহুমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, নিজস্ব প্রাকৃতিক সম্পদের পাশাপাশি পর্যাপ্ত বিদ্যুতের কারণে রাজ্যে বর্তমানে শিল্প স্থাপনে আদর্শ পরিবেশ গড়ে উঠেছে।

