মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত সিকিম, নিখোঁজ ২৩ সেনা জওয়ান

সিকিম, ৪ অক্টোবর : প্রবল বৃষ্টিতে হ্রদ ফেটে কয়েক ঘণ্টায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার লাগোয়া দেশের উত্তরের ছোট্ট রাজ্য সিকিমে।

বুধবার ভোরে উত্তর সিকিমেই আচমকা নেমে আসে বিপর্যয়। হঠাৎ ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় ঢেউ নামে তিস্তায়। এক ধাক্কায় ততধিক বেড়ে যায় জলস্রোত। সেই জলই ভাসিয়ে নিয়ে যায় রাস্তা, ঘর, বাড়ি, গাড়ি, সবকিছু।পাহাড় আর সমুদ্রের ছায়ায় আপাত শান্ত যে তিস্তাকে দেখতে অভ্যস্ত ভ্রমণার্থীরা, সেই তিস্তা এখন প্রবল গর্জনে ফুঁসছে। তার রোষে ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম। ভেসে গিয়েছে বাড়ি-গাড়ি, বেশ কিছু সেনাছাউনিও।

সেনা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, হঠাৎ ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় জলের স্রোত নামে তিস্তায়। এক ধাক্কায় বেড়ে যায় জলস্রোত। সেই জলই ভাসিয়ে নিয়ে যায় রাস্তা, ঘর, বাড়ি, গাড়ি, সব কিছু। বন্যার তোড়ে ভেসে যায় লাচেন উপত্যকা।

সেনা সূত্রেই আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত খোঁজ নেই ২৩ জন সেনা জওয়ানের। খোঁজ মিলছে না উত্তর সিকিমের বহু গ্রামের বাসিন্দাদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *