শ্যামজি কৃষ্ণ ভার্মাকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.) : বিপ্লবী শ্যামজি কৃষ্ণ ভার্মাকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করে বিপ্লবী শ্যামজি কৃষ্ণ ভার্মাকে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পোস্টে লেখেন, মাতৃভূমির সত্যিকারের সেবক শ্যামজি কৃষ্ণ ভার্মাকে তাঁর জন্মবার্ষিকীতে কোটি কোটি প্রণাম। তিনি স্বাধীনতা সংগ্রামে নতুন উৎসাহ সঞ্চারে যেভাবে কাজ করেছেন তা দেশকে অমৃতকালের যাত্রায় এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে।