দু’টি কন্ট্রোল রুম খোলার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ অক্টোবর (হি. স.) : সুষ্ঠু ত্রাণকার্য ও বিপদাপন্নদের রক্ষা করতে দু’টি কন্ট্রোল রুম খোলারও নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার তিনি রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উদ্দেশে বলেন, ‘‘আপনারা কন্ট্রোল রুমের নম্বর দ্রুত দিন যাতে অসুবিধায় পড়লে মানুষ সমস্যার কথা জানাতে পারেন। আর একটা নম্বর আমার কাছেও দিন। আমি বাড়ি থেকে ২৪X৭ জরুরি পরিস্থিতির সমস্ত প্রয়োজনীয় প্রশাসনিক কাজ চালাবো। আপাতত সবার ছুটি বাতিল। কারণ পুজোর মুখে এমন একটা বিপর্যয় আগে সামলানো দরকার।’’

তবে মুখ্যসচিব এবং অন্যান্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি মমতা ওই বৈঠকে রাজ্যবাসীর প্রতিও কিছু বার্তা এবং পরামর্শ দিয়েছেন। মমতা বলেছেন, ‘‘যাঁরা নীচু এলাকায় বসবাস করেন, তাঁদের বলব, আপনারা দয়া করে বাড়ি থেকে সরকারি শিবিরের নিরাপত আশ্রয়ে চলে আসুন।’’

একই সঙ্গে জাছেন, ‘‘সাত-আটটি জেলায় জরুরি পরিস্থিত তৈরি হতে পারে। কারণ ডিভিসিকে আবার জল ছাড়তে হবে। কিন্তু যে সমস্ত এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে, সেখানে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পৌঁছেও গিয়েছে।’’