আগরতলা, ৩ অক্টোবর: ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ। এদিন মিছিলটি রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরর্বতী সময়ে পরিবহন কমিশনারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন তাঁরা।
সংগঠনের দাবিগুলো হল, শ্রমিকদের স্বার্থে শ্রমিক কল্যান বোর্ড স্হাপন করা, শ্রমিকদের ভবিষ্যতের জন্য পেনশন, পিএফ সুবিধাগুলো প্রদান করা হোক। পাশাপাশি ইলেকট্রনিক অটোগুলিকে পারমিটের আওতায় আনতে হবে।

