নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.): আরও একবার সংবাদ মাধ্যমের শিরোনামে নিউজ পোর্টাল সংস্থা নিউজ ক্লিক। এই সংস্থার বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। অর্থের বিনিময়ে চিনের প্রচার করছে এই নিউজ পোর্টাল, সন্ত্রাস বিরোধী আইন এবং বেআইনি কার্যকলাপ আইনের অধীনে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম নিউজক্লিকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে দিল্লি পুলিশ। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে মিডিয়া সংস্থার সঙ্গে যুক্ত ৩০টির বেশি জায়গায় অভিযান চালায় দিল্লি পুলিশ। কয়েজন সাংবাদিকের বাড়িতেও হানা দেয়। যদিও এখনও অবধি ঘটনায় কাউকে গ্রেফতার করার খবর মেলেনি।
নিউজক্লিক-এর বিরুদ্ধে অভিযোগ, বিপুল অর্থের বিনিময়ে ভারতে চিনের প্রচার ছড়াচ্ছে তাঁরা। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে এই নিউজ পোর্টালের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে প্রতিবেদন লেখা হয়। তার পরেই নড়েচড়ে বসে দিল্লি। মঙ্গলবার সংস্থার অফিস এবং কর্মীদের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশের বিশেষ দল। জানা যাচ্ছে, নিউজক্লিকের কয়েকজন সাংবাদিকের ল্যাপটপ এবং মোবাইল ফোন খতিয়ে দেখছে পুলিশ। ওই সংস্থার এক সিনিয়র সাংবাদিক এক্স হ্যান্ডেলে লিখেছেন, দিল্লি পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ এবং ফোন কেড়ে নিয়েছে। এদিকে, দিল্লি পুলিশের স্পেশাল সেলের এসিপি ললিত মোহন নেগি এদিন দিল্লিতে নিউজক্লিক-এর অফিসে পৌঁছন। পরে নিউজক্লিক-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থ, নিউজক্লিক-এর লেখক পরঞ্জয় গুহ ঠাকুরতা, উর্মিলেশকে দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকদের সঙ্গে দেখা গিয়েছে।
নিউজক্লিকের সঙ্গে যুক্ত বিভিন্ন ঠিকানায় দিল্লি পুলিশের অভিযান প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই… যদি কেউ কিছু ভুল করে থাকে, অনুসন্ধান সংস্থাগুলি নির্ধারিত নির্দেশিকা অনুসারে তাদের বিরুদ্ধে তদন্ত করতে স্বাধীন।” বিজেপি নেতা দুষ্যন্ত কুমার গৌতম বলেছেন “নিউজক্লিক অথবা অন্য কোনও সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যারা দেশ ভাঙ্গার জন্য বিদেশী দেশগুলির তহবিল নিয়ে কাজ করবে৷ চিন আমাদের দেশের উন্নতি দেখতে পায় না।” এদিকে, কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেছেন, “আমি অনুভব করছি যে স্বৈরাচার এসেছে… এটা সমস্ত সাংবাদিকদের প্রতি বিজেপির বার্তা। আমরা মুক্ত সাংবাদিকতার সমর্থনে। আমরা এই অভিযানগুলির তীব্র নিন্দা জানাই।”

