নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও এনসিআর অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৬ ও ৬.২। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। প্রথমে মঙ্গলবার দুপুর ২.২৫ মিনিট নাগাদ নেপালে ৪.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২.৫১ মিনিট নাগাদ ৬.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। নেপালে ভূপৃষ্ঠের মাত্র ১০ ও ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২.২৫ মিনিট নাগাদ নেপালে ৪.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২.৫১ মিনিট নাগাদ ৬.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কেন্দ্র নেপালের ভাতেখোলা থেকে ২ কিলোমিটার দূরে, মাটির ৫ ও ১০ কিলোমিটার কিলোমিটার গভীরে ছিল। সূত্রের খবর, ৪০ সেকেন্ড ধরে হয়েছে কম্পন। সে কারণে তার তীব্রতা এত বেশি।
দিল্লি-এনসিআর-এর পাশাপাশি উত্তর প্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরাখণ্ডেও। কম্পন টের পাওয়া মাত্রই মানুষজন ঘর-বাড়ি থেকে বেরিয়ে আসেন। এখনও কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এদিন কম্পন অনুভূত হওয়া মাত্রই দিল্লির নির্মাণ ভবন থেকে অন্যান্য আধিকারিক ও কর্মীদের সঙ্গে বাইরে বেরিয়ে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।