ভোপাল, ৩ অক্টোবর (হি.স) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সাহিত্যিক অমৃতলাল ভেগড়কে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার বিখ্যাত লেখক, নর্মদার পুত্র, সাহিত্যিক ও পরিবেশবিদ অমৃতলাল ভেগাদের জন্মবার্ষিকী। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অমৃতলাল ভেগাদকে স্মরণ করে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী চৌহান এক্স-বার্তায় জানিয়েছেন, আমি মহান সাহিত্যিক প্রয়াত অমৃতলাল ভেগাদজিকে তাঁর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাই। ইনি শব্দ এবং ছবির মাধ্যমে মধ্যপ্রদেশের জীবনদাতা মা নর্মদার বিভিন্ন রূপ প্রকাশ করেছিলেন। অমৃতলাল ভেগাদ নর্মদা পুত্র নামেও পরিচিত। অমৃতলাল ভেগাদ ১৯২৮ সালের ৩ অক্টোবর মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন। অমৃতলাল ভেগাদ গুজরাটি এবং হিন্দি ভাষার একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন। এছাড়াও তিনি একজন সুপরিচিত চিত্রশিল্পীও ছিলেন। পরিবেশ রক্ষায় তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছিলেন।