শান্তিরবাজার, ২ অক্টোবর : পুকুরে স্নান করতে গিয়ে বহিঃরাজ্যের এক ইট ভাট্টার শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকালে ওই ঘটনায় ঋষ্যমুখ ব্লকের রতনপুর এলাকার শোকে ছায়া নেমে এসেছে।
জানা গেছে, আজ সকাল সাড়ে আটটায় ঋষ্যমুখ ব্লকের রতনপুর এলাকার শিব ব্রিকস ইন্ডাস্ট্রিজের পাশের পুকুরে স্নান করতে গিয়েছিলেন ছোটন বির্জা(৩২)নামে এক শ্রমিক। তাঁর বাড়ি বিষ্ণুপুর থানাধীন গুজরাট কোরৎ এলাকায়। জলে নেমে ছোটন ডুব দেওয়ার পর আর জল থেকে উঠেনি সে। ডুব দেওয়ার পর ছোটনকে উঠতে না দেখে সেই সময় পুকুরে উপস্থিত লোকেরা সাথে সাথে পুকুরের জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে। তাঁর খোঁজ না পেয়ে সাথে সাথে খবর দিয়েছেন বিলোনিয়া দমকল কর্মীদের। খবর পেয়ে ছুটে গিয়েছে দমকল কর্মীরা। বহু খোঁজাখুঁজির পর দমকল কর্মীরা প্রায় সাড়ে বারোটা নাগাদ পুকুরের জল থেকে ছোটনকে উদ্ধার করেন। সাথে সাথে তাঁরা বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ছোটনকে মৃত বলে ঘোষনা দিয়েছেন। সাথে সাথে খবর দেওয়া হয় ছোটনের বাড়িতে।